নিজস্ব সংবাদদাতা: আগামী বছর পুজো-পার্বন ও অন্যান্য ছুটি মিলিয়ে প্রায় দেড় মাস ছুটি থাকবে রাজ্য সরকারি অফিস এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি। পুরসভা, পঞ্চায়েতগুলিও সেই ক্যালেন্ডারই মেনে ছুটি দেওয়া হবে। এবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে দিল নবান্ন।
দুর্গাপুজোর ছুটি পেয়ে যাবেন চতুর্থীর দিন থেকেই। চতুর্থী হল সোমবার। তার আগে শনিবার ও রবিবার এমনিই সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ৫ অক্টোবর দ্বিতীয়ার দিন থেকে পুজোর ছুটি শুরু হয়ে যাবে। এদিকে লক্ষ্মী পুজো হল ১৬ অক্টোবর। লক্ষ্ণী পুজোর জন্য অতিরিক্ত ২ দিন ছুটি থাকবে। অর্থাত্ ২১ অক্টোবর পুজোর পর সরকারি অফিস খুলে যাবে। এর অর্থ হল পুজোতে টানা ১৬ দিন ছুটির সুযোগ পাবেন সরকারি কর্মীরা। ন্যাশনাল ইম্পর্ট্যান্স আইন তথা এনআই অ্যাক্টে ২০২৪ সালে ছুটি দেওয়া হবে ২২ দিন। এর সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে ছুটি দেওয়া হবে ২৩ দিন। অর্থাত্ জরুরি পরিষেবা বাদ দিয়ে বছরে মোট ৪৫ দিন ছুটি থাকবে রাজ্য সরকারি দফতরগুলি। দোলযাত্রায় ছুটি থাকবে ২৫ মার্চ। বাংলায় আবার ২৬ মার্চও ছুটি পাওয়া যাবে। ২৩ ও ২৪ মার্চ পড়েছে শনি ও রবিবার। ফলে টানা চারদিনের ছুটি থাকছে দোলে।
১২ জানুয়ারি শুক্রবার স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী উপলক্ষে ছুটি থাকবে। তখনও টানা তিনদিন ছুটি পেয়ে যাবেন। এরকম শনি ও রবি মিলিয়ে টানা তিন দিন ছুটি পাওয়ার বেশ কয়েকটা সুযোগ পাবেন আগামী বছর। ২৬ ফেব্রুয়ারি সবে বরাত পড়েছে শুক্রবার। ৮ মার্চ শিবরাত্রি শুক্রবার। ১৯ অগস্ট রাখী বন্ধনের ছুটি পাবেন সোমবার। ২৬ অগস্ট জন্মাষ্টমীর ছুটি সোমবারই। তা ছাড়া ভাইফোঁটাও এবার সোমবার।