নিজস্ব সংবাদদাতা: গত খারিফ মরশুমের ক্ষতিগ্রস্ত চাষিরা পাবেন এবার শস্য বিমার টাকা। জানা গেল যে এবার রাজ্যের প্রায় ১১ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রায় ১০২ কোটি টাকা। ২০১৯ সালে এই প্রকল্প চালু করে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের বিমার প্রিমিয়াম দিচ্ছে রাজ্য সরকারই। খারিফ মরশুমে যে সব কৃষকরা চাষে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে জম পড়ছে শস্য বিমার টাকা। অধিকাংশ কৃষক ইতিমধ্যে টাকা পেয়েছেন। বাকিরাও কয়েক দিনের মধ্যেই এই টাকা পাবেন। মোট ১০২ কোটি টাকা ১১ লক্ষ কৃষককে দেওয়া হবে বিমা সংস্থার তরফে।