নিজস্ব সংবাদদাতা: জুলাই মাসের প্রথম সপ্তাহে টানা চারদিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। ছুটি ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পঞ্চায়েত ভোটের অধীনে থাকা এলাকায় সরকারি সংস্থা, স্বয়ংশাসিত সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৮ জুলাই ছুটি দেওয়া হয়েছে ভোটের দিন উপলক্ষ্যে। পাশাপাশি ভোটগ্রহণ কেন্দ্র হিসেবে যে স্কুল বা সরকারি ভবনগুলি নেওয়া হয়েছে সেগুলি ৬ জুলাই এবং ৭ জুলাই বন্ধ থাকবে। সেই সঙ্গে ৯ জুলাই রবিবার। তাই পরপর চার দিন ছুটি থাকবে স্কুল এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান।
৮ জুলাই এক দফায় রাজ্যের ২২টি জেলায় পঞ্চায়েত নির্বাচন হবে। তাই ওইসব জেলায় পঞ্চায়েত ভোটের দিনটি সাধারণ ছুটির দিন হিসেবে ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। এছাড়াও পঞ্চায়েতের ভোটদাতা বেসরকারি শিল্প সংস্থা বা প্রতিষ্ঠানে নিযুক্ত শ্রমিক হলে সেদিন সবেতন ছুটি দেওয়া হবে তাঁদের।