WEST BENGAL: ৪% নয়, ১০% DA বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের

মহার্ঘ ভাতা আপনিও পান? তাহলে আপনার জন্যও একটা দারুণ সুখবর আছে। তাড়াতাড়ি ক্লিক করুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
moneyMP

নিজস্ব সংবাদদাতা: ১০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের। বুধবার পশ্চিমবঙ্গের অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়ে দেওয়া হল। আর সেই বর্ধিত মহার্ঘ ভাতা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকারের অর্থ দফতর।

বৃহস্পতিবার অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে যে রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় ডিএ পান, তাঁদের মহার্ঘ ভাতা বাড়ছে ১০ শতাংশ। এতদিন তাঁরা ১৪১ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। এবার থেকে প্রাপ্ত ভাতার পরিমাণ হচ্ছে ১৫১ শতাংশ। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে তাঁরা ১৫১ শতাংশ হারে ডিএ পেয়ে যাবেন। 

hiring.jpg