নিজস্ব সংবাদদাতা: উৎসবের প্রাক্কালে এবার সরকারি পরিবহণ বিভাগের কর্মীদের জন্য বড় ঘোষণা এল রাজ্য সরকারের তরফ থেকে। শনিবার পরিবহণ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি ঘোষণা করে জানিয়ে দেওয়া হল যে এবার পুজোয় এককালীন ৬০০০ টাকা অনুদান পেতে চলেছেন সরকারি পরিবহণ কর্মীরা। পুজোর ৪ দিন আগে এই খবরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্যের পরিবহণ কর্মীদের মহলে।
শনিবার সকালে পরিবহন দফতরের এক বিজ্ঞপ্তিতে কর্মীদের বোনাসের পরিমাণ নিয়ে একটা বিভ্রান্তির জন্য টাকার অঙ্ক নিয়ে চলে জটিলতা। এর পর রাতেই দফতরের তরফে নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়। সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে ৬০০০ টাকাই বোনাস পেতে চলেছেন এবার এই কর্মীরা। রাজ্য পরিবহণ দপ্তরের বাসের ড্রাইভার, কন্ডাক্টর থেকে শুরু করে, জলসাথী বা দফতরের কর্মীরা যারা বোনাসের আওতায় পড়ছেন তারা সবাই এই টাকা পাবেন এবার। এমনকি এটাও জানা যাচ্ছে যে সোমবার তাঁদের এই বোনাস হয়ে যাওয়ার কথা।
এই নিয়ে কুণাল ঘোষ লেখেন, 'Breaking: সূত্রের খবর, সরকারি পরিবহন বিভাগের কর্মীদের পুজোর এককালীন অনুদান 6,000 টাকা। কোনো বিভ্রান্তির অবকাশ নেই'।