আর মাত্র কয়েক মাস! এক দুর্দান্ত আপডেট দিল মমতা সরকার

এবার ডেটা সেন্টার নিয়ে বড়সড় প্ল্যান করছে মমতা সরকার। দুটি নতুন ডেটা সেন্টার তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। তার কাজ কতদূর?

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata vic.jpg

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে চালু হওয়ার কথা আরো দুটি নতুন ডেটা সেন্টারের। জানা যাচ্ছে যে এই ডেটা সেন্টার দুটি আগামী মার্চের মধ্যেই চালু করে দেওয়া যাবে। শিলিগুড়ির আইটি পার্কে তাদের ডেটা সেন্টারটি নির্মাণ করবে বলে জানা গেছে। এনটিটি-এর ডেটা সেন্টারটি তৈরি করা হবে নিউ টাউনে। কলকাতায় সিআইআই আয়োজিত 'আইসিটি ইস্ট' অনুষ্ঠানে এনটিটি গ্লোবাল ডেটা সেন্টারস অ্যান্ড ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ও এনটিটি কমিউনিকেশনস ইন্ডিয়া নেটওয়ার্ক সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর শেখর শর্মা এই নিয়ে বিস্তারিত জানিয়েছেন।

এনটিটি-র যে ডেটা সেন্টারগুলি ভারতে রয়েছে সেগুলোর এখন ক্ষমতা ২০০ মেগাওয়াট। সংস্থাটি স্থির করেছে যে আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সেই ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি করতে হবে। এক আধিকারিক জানাচ্ছেন যে শিলিগুড়িতে ওয়েবেল যে ডেটা সেন্টারটি তৈরি করতে চলেছে তার টেন্ডার তাড়াতাড়ি ডাকা হবে।