কালীঘাটে চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল! আদালতে গেল মমতার সরকার

চাকরির দাবিতে মিছিল। কলকাতা হাইকোর্ট সেই মিছিলে অনুমতি দেওয়ার পর এবার হাইকোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। কিন্তু কেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
groupd

নিজস্ব সংবাদদাতা: শহিদ মিনার থেকে কালীঘাট পর্যন্ত গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের (Group D) হ্যারিকেন মিছিলের বিরুদ্ধে এবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার। বুধবারের ওই মিছিল হওয়ার কথা। অনুমতি দিয়েছিলেন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে (Division Bench) গেল রাজ্য (State Govt)। এ নিয়ে মামলা রুজু করার অনুমতি দিয়েছে আদালত। চাকরির দাবিতে ১৭ মে, বুধবার সন্ধ্যায় শহিদ মিনার চত্বর থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত হ্যারিকেন মিছিল করতে চেয়েছে চাকরিপ্রার্থীরা। অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। গত সপ্তাহে আদালতের দ্বারস্থ হলে বিচারপতি মান্থা শর্তসাপেক্ষে তার অনুমতি দেন।