নিজস্ব সংবাদদাতা: শিক্ষা দফতরে একটি চিঠির বাক্স রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বাক্সে রাজ্যের ছাত্রছাত্রীরা তাঁদের পড়াশোনা সংক্রান্ত আর্থিক সমস্যা নিয়ে তাঁদের অভিযোগ জানাতে পারবেন। এ ব্যাপারে স্বয়ং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেই নির্দেশ দিলেন মমতা। ব্রাত্যকে তিনি বলেন, ‘‘পয়সার অভাবে কারও পড়াশোনা যেন না আটকায়। যে সমস্ত চিঠি এখানে জমা পড়বে, তার প্রত্যেকটি দেখে সিদ্ধান্ত নিতে হবে। দেরি যেন না হয়।’’
বৃহস্পতিবার কলকাতার বিশ্ব বাংলা মেলাপ্রাঙ্গণে রাজ্যের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানোর জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্য সরকারের তরফে। সেখানেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এই নির্দেশ দেন মমতা।