নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে (West Bengal) সরকারি হাসপাতালে (Govt Hospital) অবসরপ্রাপ্ত চিকিৎসকদের (Retired Doctor) বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৭০ বছর করা হলো। এছাড়াও চুক্তি ভিত্তিক চিকিৎসক (Contractual Doctor) নিয়োগের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৭ করা হলো। রাজ্যে চিকিৎসকদের ঘাটতি মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের (Health Department) তরফে। আগামীদিনে স্বাস্থ্য দফতরের সর্বত্রই বর্ধিত সময়সীমা চালু করার উদ্দেশ্যে চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে।