নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন বছরে উপহার পাঠিয়ে রিটার্ন গিফট চাইলেন কংগ্রেস নেতা। এতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তিনি দাবি করেন জলপাইগুড়ি পৌরসভাকে কর্পোরেশনে উন্নীত করতে হবে। গত ৩ দশকের বেশি সময় ধরে এই দাবি করছে কংগ্রেস। লোকসভা ভোটের মুখে এবার সেই দাবিকে আবার উস্কে দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিনব কায়দায় দাবি জানালেন যুব কংগ্রেস নেতা তথা কংগ্রেস পঞ্চায়েত গণেশ ঘোষ।
১ জানুয়ারি জলপাইগুড়ি ১৫৫ বছরে পা দিল। আর সেদিনই বিকালে কুরিয়ার মারফৎ মুখ্যমন্ত্রীর কাছে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ি গেটের ছবি সম্বলিত একটি বড়সড় কেক পাঠিয়েছেন যুব কংগ্রেস কর্মীরা। রিটার্ন গিফট হিসেবে তাঁরা জলপাইগুড়িকে কর্পোরেশনে উন্নীত করার দাবি করেন।