নিজস্ব সংবাদদাতা: একসঙ্গে ৮টি জরুরি প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে এবার প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁপানি, গ্লকোমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা, মানসিক অসুস্থতা-সহ ৮টি ওষুধের ৫০% মূল্যবৃ্দ্ধি করা হয়েছে। NPAA-র সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী লেখেন, 'কয়েক মাস আগেই বেশ কিছু ডায়াবেটিস, রক্তচাপ, অ্যান্টিবায়োটিকের ওষুধের মূল্যবৃদ্ধি হয়েছে। হঠাৎ করে ফের ওষুধের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের উপর বোঝা আরও বাড়বে।'
যে ওষুধগুলোর দাম বাড়বে, তা হল-
বেনজাইল পেনিসিলিন ইনজেকশন,
অ্যাট্রোপিন ইনজেকশন (০.৬ মিলিগ্রাম)
স্ট্রেপটোমাইসিন ইনজেকশন (৭৫০ মিলিগ্রাম ও ১০০০ মিলিগ্রাম)
স্যালবুটামল ট্যাবলেট ও রেসপিরেটর
পাইলোকারপিন
সেফাড্রক্সিল ট্যাবলেট (৫০০ মিলিগ্রাম)
ডেসফেরিওক্সামিন ইনজেকশন
লিথিয়াম ট্যাবলেট (৩০০ মিলিগ্রাম)