আজ নবান্নে প্রশাসনিক বৈঠক! একাধিক সিদ্ধান্ত নিতে পারেন মমতা, নজর সবার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
mamata sadq2.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ নির্বাচন বিধির মাঝে প্রশাসনিকভাবে নতুন কোনও কাজ শুরু করতে পারেনি রাজ্য সরকার। দীর্ঘ সময় ধরে ভোট প্রক্রিয়া চলাকালীন কোনও প্রশাসনিক বৈঠক করেননি মুখ্যমন্ত্রী। ভোটের ফল প্রকাশের পরে মঙ্গলবার অর্থাৎ আজ মুখ্যমন্ত্রী ফের প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন। সূত্রে খবর, আজকের বৈঠকে আগামীদিনের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে নির্বাচন আচরণবিধি বলবত হওয়ার আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্য সরকার নিজে ১০০ দিনের কাজ দেবে। সেই লক্ষ্যে 'কর্মশ্রী' প্রকল্পেরও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আবাসের কাজ নিয়েও নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজকের বৈঠকে। পাশাপাশি পুরানো প্রকল্প প্রদানের কাজেরও পর্যালোচনা হবে আজকের বৈঠকে। এইসব কারণে আজকের বৈঠকে সব দফতরের মন্ত্রী থেকে শুরু করে সচিব, জেলাশাসক এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে নবান্ন।

Add 1