মমতা ব্যানার্জি: ট্যুইট করে জানিয়ে দিলেন- বাংলায় এই মুহূর্তের বড় খবর

মমতা ব্যানার্জি কি বললেন?

author-image
Aniket
New Update
Mamata Banerjee

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার বন্যা পরিস্থিতি নিয়ে ট্যুইট করলেন মমতা ব্যানার্জি। তিনি ট্যুইট করে জানিয়ে দিলেন যে এটা ম্যানমেড বন্যা।

Bankura flood

তিনি ট্যুইট করে বলেছেন, "ডিভিসি'র ছাড়া বিপুল পরিমাণ জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আজ বন্যা কবলিত। ঝাড়খণ্ডের জলে বাংলা প্লাবিত হচ্ছে। সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে। এত জল এর আগে ছাড়া হয়নি। পরিকল্পিত ভাবে বাংলায় এই ম্যান মেড বন্যা করা হচ্ছে। আমি নিজে ডিভিসি'র সঙ্গে কথা বলেছি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আজ হুগলির পুরশুড়া, গোঘাট-আরামবাগ এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে আমি বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছি। বন্যা দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেছি। আগামীকাল যাব পাঁশকুড়াতে। বন্যা পীড়িত মানুষদের যে-কোনো দরকারে আমাদের সরকার তাঁদের পাশে আছে। আমি প্রশাসনকে এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি"।

কুয়ে নদীর বাঁধমমতা ব্যানার্জির ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।