নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ফের একবার ডিভিসি এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়ার একাধিক এলাকা ঘুরে দেখে এবার তিনি বললেন, 'ডিভিসির সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক রাখা হবে কিনা ভাবতে হবে। কেন্দ্র ড্রেজিংয়ে নজর দিচ্ছে না। পরিকল্পনা করে বাংলাকে ডোবানো হচ্ছে। এটা বৃষ্টির বন্যা নয়। ঝাড়খন্ড বিহার থেকে জল ছাড়া হয়েছে। বারবার দুই রাজ্য থেকে ছাড়া জলের প্লাবিত হচ্ছে বাংলা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক'।
মু্খ্যমন্ত্রীর অভিযোগ, ৪ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়ে গেছে ইতিমধ্যে। আগে এত জল ছাড়া হয়নি কখনও। বলেছেন যে বৃহস্পতিবার আবার নতুন করে ডিভিসি জল ছাড়ার ফলে বিপদ আরও বেড়েছে।
পাঁশকুড়ায় আজ মুখ্যমন্ত্রী মমতা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা খালি করানোর নির্দেশ দেন জেলাশাসককে। পাশাপাশি বলেন যে যাঁদের ফসল নষ্ট হয়েছে তাঁদের শস্যবিমার টাকা দিয়ে দেওয়া হবে। দুর্গতদের ত্রাণের যাতে কোনও অভাব না হয়, সেই বিষয়টিও খতিয়ে দেখতে বলেছেন। কাদের বাড়ি ভেঙেছে সেই তালিকা তৈরির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।