ফের তুলকালাম বিধানসভায় ! শঙ্কর ঘোষের নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন বিজেপির

আজ ফের কেন উত্তপ্ত হল বিধানসভা ?

author-image
Debjit Biswas
New Update
BJP PROTEST


নিজস্ব সংবাদদাতা : ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে, ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। আর এর আঁচ ক্রমশ তীব্র হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। গত কয়েকদিন ধরেই নানান ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়কেরা। আর সেই একই ছবি আজ ফের একবার দেখা গেল পশ্চিমবঙ্গ বিধানসভায়। আজ বিধানসভার শুরুতেই পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ অপোজিশন হুইপ শঙ্কর ঘোষ দাবি তোলেন যে, হুমাযূন কবির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে যে মন্তব্য করেছেন, সেই নিয়ে বিধানসভায় আলোচনা করতে হবে। এই প্রসঙ্গ উঠতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। তারপর সমস্ত বিজেপি বিধায়কদের নিয়ে ওয়াকআউট করেন শঙ্কর ঘোষ। এরপর বিধানসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন বিজেপি বিধায়কেরা।

shankar ghoshjk.jpg

এই বিষয়ে কথা বলতে গিয়ে শঙ্কর ঘোষ বলেন, ''হুমায়ুন কবির, সিদ্দিকুল্লা চৌধুরীর উচিৎ পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চাওয়া। তবে তার আগে খোদ মমতা ব্যানার্জির উচিৎ পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চাওয়া।'' এই বিষয়টি নিয়ে যথেষ্ট সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।