৫ জানুয়ারি নয়, কবে জন্মেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী? অজানা গল্প ফাঁস মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
didi no 1 edited.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ প্রথম বার কোনও রিয়ালিটি শো’র মঞ্চে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রবিবার রাত আটটা বাজতেই আমজনতার চোখ ছিল দিদি নং ১-র স্পেশাল এপিসোডের দিকে। একেবারেই অন্য মেজাজে যে ধরা দেবেন মুখ্যমন্ত্রী সে আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল। রাজনীতির কূটকচালি নয়, বরং নিজের জীবনের নানা অজানা গল্প এদিন ফাঁস করে দিলেন মমতা। প্রথমেই ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের দলের দুর্গা বন্দনা দিয়ে শুরু হয় এই স্পেশাল এপিসোড। এরপর 'রাজ্যসঙ্গীত' পরিবেশনার পর বিশেষ অতিথি মমতা ভাগ করে নেন জীবনের এক অজানা গল্প। জানান, খাতায় কলমে তাঁর জন্মদিন ৫ জানুয়ারি হলেও তা সত্য নয়। তিনি জানান, স্কুলে যখন তাঁর দাদার বয়স লেখা হচ্ছিল, তখন তাঁর বয়স লেখার সময় বাবা বলেছিলেন যা খুশি বসিয়ে দিতে। দাদার বয়সই বসিয়ে দেওয়া হয়। আর বদলানো হয়নি।

Add 1

মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুর্গাপুজোর অষ্টমীর দিন জন্ম নেন তিনি। সেদিন খুব বৃষ্টিও হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বলেন, "আমার সব কিছুতেই দেখবে বৃষ্টি হয়। এর কারণ আমার জন্মদিনের দিন বৃষ্টি হয়েছিল। আমার আসল জন্মদিন ৫ অক্টোবর। একেবারে সন্ধিক্ষণে জন্মেছিলাম। আর জন্মের পরের দিন চোখ খুলেছিলাম সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে।" 

cityaddnew

স

স