CYCLONE আসছে, স্কুল খোলা! নির্দেশ দিলেন মমতা

রাজ্যের সব সরকারি স্কুলে পড়ে গেছে গরমের ছুটি। এর মধ্যেই এবার ছুটি বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর কারণ হলো ঘূর্ণিঝড় মোচা। বিপর্যয় মোকাবিলার জন্য এমন নির্দেশ পাঠানো হয়েছে স্কুলগুলিকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata banerjee adhir.jpg

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) দিকে ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় মোচা (Cyclone Mocha)। তাই দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার (State Govt)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নির্দেশে এবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর (School Education Department) বিপর্যয় মোকাবিলায় স্কুলগুলির ছুটি বাতিল (Vacation Cancel) করে দিলো। তার কারণ হিসেবে একটি বিশেষ আদেশ পাঠানো হয়েছে। দুর্যোগের ক্ষেত্রে স্কুলগুলিকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। এদিকে এই মুহূর্তে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি পড়েছে। ছুটি শুরু হওয়ার ঠিক পরে পরেই এমন নির্দেশ পাঠানো হলো। ঘূর্ণিঝড় মোচার দাপটের আগেই যাতে উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া যায় এবং তাণ্ডবের পরেও বিপর্যস্তদের নিরাপদ আশ্রয়ে আনা যায় এই সিদ্ধান্ত সেই ব্যবস্থা করা হচ্ছে।  

ad.jpg