কোথাও কোনও সমস্যা থাকুক চাইছে না তৃণমূল কংগ্রেস

সামনে লোকসভা নির্বাচন। তাই কোথাও কোনও সমস্যা থাকুক চাইছে না তৃণমূল কংগ্রেস। আর তাই প্রত্যেক জেলায় সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরও সমস্যা মেটেনি কিছু কিছু জায়গায়। আর সেটা নজর এড়ায়নি তৃণমূল সুপ্রিমোর। এবার পুরুলিয়া জেলা পরিষদের অন্দরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের খবর নেত্রীর কানে আসে। আর তখনই পুরুলিয়া–বাঁকুড়ার দলীয় পর্যবেক্ষক মলয় ঘটককে সমস্যা মেটাতে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মলয় ঘটক বুঝতে পারেন এই অসন্তোষ অচিরেই না মেটালে তা ভোটবাক্সে প্রভাব ফেলবে

মলয় ঘটক বুঝতে পারেন এই অসন্তোষ অচিরেই না মেটালে তা ভোটবাক্সে প্রভাব ফেলবে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী শনিবার পর্যবেক্ষকের উপস্থিতিতে জেলা পরিষদের সদস্যদের নিয়ে একটি বৈঠক হবে। তারপর একটি কমিটি গড়া হবে। সেই কমিটিই সব দিকে নজর রাখবে। জেলা পরিষদ থেকে সংগঠন কোথাও যেন কোনও খামতি না থাকে সেই নির্দেশ দেওয়া হয়েছে মলয় ঘটককে।