নিজস্ব সংবাদদাতা: 'সারে জাহাঁ সে আচ্ছা’ কিংবদন্তী এই গানটি লিখেছিলেন মহম্মদ ইকবাল।কিন্তু ২১ জুলাইয়ের মঞ্চে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করে কাজী নজরুল ইসলামের নাম বলে ফেলেছেন। বৃষ্টির মধ্যে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তৃতা দিতে গিয়ে একের পর গানের লাইন, কবিতার লাইন, শায়েরি বলে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির স্লোগান থেকে কাজী নজরুল ইসলামের সাম্যের গানের উল্লেখও করেন। তখনই শোনা যায় 'সারে জাঁহা সে আচ্ছা'।
বক্তব্যের শেষ দিকে মমতার হাতে একটি চিরকুট দেন অরূপ বিশ্বাস। সেটা পড়ে নেত্রী অসন্তুষ্ট হয়ে বলেন, "আমি নিজে পড়েছি এটা ঠিক আছে, কোনটার কথা বলছ শামিরুল, সাম্যের গান গাই?" তারপর আবার ক্ষোভের সঙ্গে বলেন, "ইকবাল বলেছে সারে জাঁহাসে আচ্ছা। এসব আমায় নতুন করে শেখাবে না, এগুলো আমার মুখস্থ।"