ব্লকে ব্লকেও ওদিন মিছিলের আয়োজন

ব্লকে ব্লকেও ওদিন মিছিলের আয়োজন

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূলের সংহতি মিছিলের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ জানুয়ারি কালীঘাট মন্দির থেকে শুরু করে বিভিন্ন মন্দির-মসজিদ-গুরুদ্বার ঘুরে হবে সর্বধর্ম সমন্বয় মিছিল জানালেন মমতা। একই সঙ্গে ব্লকে ব্লকেও ওদিন মিছিলের আয়োজন করা হয়েছে।

এই মিছিলে সব ধর্মের মানুষ থাকবেন

এই মিছিলে সব ধর্মের মানুষ থাকবেন

আমি ২২জানুয়ারি একটি মিছিল করব। এটি কালীঘাট মন্দির থেকে শুরু হবে, যেখানে কেবল আমি মা কালীর কাছে প্রার্থনা করতে যাব। এরপর আমরা হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত একটি সর্বধর্ম সমন্বয় মিছিল করব এবং সেখানে একটি সভা করব। পথে মসজিদ, মন্দির, গির্জা এবং গুরুদ্বারগুলি ঘুরে মিছিল যাবে। এই মিছিলে যোগদানের জন্য সবাইকে স্বাগত জানানো হচ্ছে। এই মিছিলে সব ধর্মের মানুষ থাকবেন।