মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনকল্যাণকারী প্রকল্পগুলির মধ্যে একটি লক্ষ্মীর ভাণ্ডার

মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনকল্যাণকারী প্রকল্পগুলির মধ্যে একটি লক্ষ্মীর ভাণ্ডার। মহিলাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প। বাংলার সব মহিলাই যাতে ‘হাত খরচের’ টাকা পেতে পারেন সেই জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার।

ভাতা বাড়ার পাশাপাশি উপভোক্তাও বেড়েছে

ভাতা বাড়ার পাশাপাশি উপভোক্তাও বেড়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে হল দুই কোটি ১৩ লক্ষ’। ২৪ লক্ষ ৫০ হাজার রয়েছেন একশো দিনের কাজে জব কার্ড হোল্ডার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পের ফলে প্রতিমাসেই ৫০০ টাকা করে পাচ্ছেন রাজ্যের মহিলারা।