নিজস্ব সংবাদদাতা: শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে তার ‘ল্যান্ডফল’ হতে পারে। ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময়ে পশ্চিমবঙ্গের উপকূলে জলোচ্ছ্বাস প্রবল হয়ে যেতে পারে, সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। ঢেউয়ের উচ্চতা থাকতে পারে সর্বোচ্চ ১৪ ফুটেরও বেশি। ঘূর্ণিঝড়ের কারণে সম্ভব্য দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যে আগাম সতর্ক করে দিয়েছে রাজ্য প্রশাসন। উপকূলবর্তী এলাকাগুলিতে চালু হল কন্ট্রোল রুম। এবার এই পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিন রাতে নবান্নেই থাকবেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান যে রাতে নবান্নেই থাকবে আর সব দেখবেন তিনি। নবান্নের নিজের দফতর থেকেই পরিস্থিতির উপর সম্পূর্ণ নজর রাখবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন যে দুর্যোগ মোকাবিলায় ৮৫১টি ক্যাম্প চালু করা হচ্ছে। ৮৩ হাজার ৫৮৩ জন আছেন যারা সেখানে আশ্রয় নিয়েছেন। সর্বক্ষণ হেল্পলাইন চালু থাকবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। নবান্নের হেল্পলাইন নম্বর হল (০৩৩) ২২১৪৩৫২৬। সকলকে সতর্ক থাকার জন্যও বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভয় পেতে নিষেধ করলেন। বললেন, 'প্যানিক করবেন না'।