BREAKING: সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি, বিধানসভায় ধর্ষণবিরোধী বিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা

মুখ্যমন্ত্রী মমতা মুখ খুললেন বিল নিয়ে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
s

নিজস্ব সংবাদদাতা: বিধানসভায় ধর্ষণবিরোধী বিল নিয়ে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

mamata36

তিনি বলেন, এই বিল ঐতিহাসিক বিল। যে মেয়েটি নির্যাতিত হয়েছে তার জন্য শোক জ্ঞাপন করছি। সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি। প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার সকলের আছে। 

rape3girl

এরপরে বিরোধী দলনেতাকে তিনি বলেন আমি আপনাদের কাছ থেকে জ্ঞান নেব না।

gt