লন্ডনের 'বসন্তে' বাকিংহাম প্যালেসের রাস্তায় প্রাতঃভ্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা ৷ ২৭ মার্চ কেলগ কলেজে ভাষণ ৷

author-image
Jaita Chowdhury
New Update
Mamata Banerjee Claver Smile.jpg

নিজস্ব সংবাদদাতা: মেঘে ঢাকা আকাশ ৷ সঙ্গে বইছে তীব্র ঠান্ডা হাওয়া ৷ পারদ নেমে গিয়েছে ৪ ডিগ্রিতে ৷ এটাই লন্ডনের বসন্ত ৷ কনকনে এই বসন্তে লন্ডনের রাস্তা প্রাতঃভ্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তাঁর পরনে শাড়ির উপরে নীল জ্যাকেট, গায়ে চাদর এবং পায়ে মোজার সঙ্গে হাওয়াই চটি ৷ এভাবেই তাঁর পারিষদদের নিয়ে সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

 

Mamata Banerjee

 

এ দিন লন্ডনে প্রাতঃভ্রমণে তাঁর গন্তব্য ছিল বাকিংহাম প্যালেস ও হাইড পার্ক ৷ সপ্তাহব্যাপী সফরে ইংল্যান্ডে গিয়েছেন মমতা ৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আমন্ত্রণে লন্ডন সফরে গিয়েছেন তিনি ৷ সফরের মূল লক্ষ্য বাংলায় বিনিয়োগ টানা, আন্তর্জাতিক মঞ্চে পশ্চিমবঙ্গের নাম তুলে ধরা এবং শিক্ষাক্ষেত্রে সম্পর্ক দৃঢ় করা ৷