নিয়ন্ত্রণ রেখা বরাবর ফরোয়ার্ড পোস্টে ভারত পাক সংঘর্ষ চলছে
ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে জম্মুতে বড় ধরনের চেষ্টা অনুপ্রবেশকারীদের! কঠোর ব্যবস্থা নিল সীমান্তরক্ষীরা
বালোচ লিবারেশন আর্মি কি বলল?
বালুচ মুক্তিযোদ্ধারা বড় বার্তা দিয়েছেন
অপারেশন সিঁদুর: ট্যামি ব্রুস কি বললেন?
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস কি বললেন?
ভারত ও পাকিস্তানের মধ্য়ে উত্তেজনা চরমে! কার পক্ষ নিল আমেরিকা
এক রাতেই এবার অভ্যন্তরীণ হামলা, ইন্ডিয়ার পাশাপাশি এবার হামলা এল পাকিস্তানের ভেতর থেকেই- এবার যাবে কোথায় বাছাধন?
ভূপতিত তিনটি পাক যুদ্ধ বিমান! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে আটক পাকিস্তানের যুদ্ধ বিমানের পাইলট

'দিদি সকালে একবার খায়, রাতে একবার'! মোটা হওয়ার ভয়ে কী করেন মমতা?

মোটা হওয়ার ভয়ে কী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আজ শেয়ার করলেন সেই টিপস। বোঝাই গেল শরীর নিয়ে বিশেষ সচেতন তিনি। আপনিও জেনে নিন 'দিদি'র সেই টিপস।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata job.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: 'ওরা ভাবে সব হয়ত দিদি খাবে', আজ এভাবেই নিজের ডায়েট চার্ট নিয়ে মজা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জয়নগরে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে নিজের ফিটনেস টিপস শেয়ার করলেন মুখ্যমন্ত্রী। শুরুটা করেন জয়নগরের মোয়া দিয়ে। বলেন, 'আপনাদের জয়নগরের বিধায়ক আমাকে অনেক জয়নগরের মোওয়া দেয়। আর আমি নিজে সেগুলো সবাইকে দিয়ে দিই। মোয়া খেলে তো মোটা হয়ে যাব'। তিনি আরও বলেন, 'বারুইপুরের বিভাস। ওর অনেক বড় ফলের বাগান আছে। আমাকে অনেক ফল পাঠায়। ও যত ফল পাঠায়, আমি তত লোককে দিয়ে দিই। ওরা ভাবে দিদি বোধহয় খাবে। কিন্তু দিদি তো সকালে খায় সামান্য কিছু। আর একবার রাত্রে খায়। তাছাড়া দিদি অন্যকিছু খায় না। এটা আজকের নয় অনেকদিনের। কিন্তু আজ আমরা এখানে ধন্যবাদ জানাতে এসেছি এজন্য যে, জয়গনরের মোয়া জিআই পেয়েছে। সারা বিশ্বে পরিচিতি পেয়েছে। তাই আমি জয়নগরের সব মানুষকে, কারিগরকে , দোকানদারদের ধন্যবাদ জানাই। আপনাদের জন্যই এই স্বীকৃতি পাওয়া সম্ভব হয়েছে।'