নিজস্ব সংবাদদাতা: আগেও একাধিকবার বিদেশ সফরের (Foreign Trip) পরিকল্পনা করলেও কেন্দ্রের (Central Government) অনুমতি না মেলায় বাতিল করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তবে এবার আর কোনও বাধা থাকছে না। বিদেশ মন্ত্রক থেকে লন্ডন (London) সফরের অনুমোদন পেয়েছেন তিনি।
সূত্রের খবর, আগামী ২২ মার্চ লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী । মোট সাত দিনের সফরে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। সব ঠিকঠাক থাকলে ২৫ মার্চ স্থানীয় সময় বিকেল ৫টায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ অনুষ্ঠানে ভাষণ দেবেন তিনি। সেখানে তিনি পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পর্যটন, অর্থনীতি ও উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করবেন। এছাড়া লন্ডনের একটি শিল্প বৈঠকে অংশ নেবেন, যেখানে তিনি রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তুলে ধরবেন। সফর শেষে ২৯ মার্চ তিনি কলকাতায় ফিরবেন।
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেশ-বিদেশের বহু শিল্পপতি এই সম্মেলনে অংশ নেন। ২০২৩ সালে বিদেশি লগ্নি (Foreign Investment) আনতে স্পেন (Spain) সফরে গিয়েছিলেন তিনি। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford University) আমন্ত্রণে ব্রিটেন (Britain) সফর করতে চলেছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। শিল্প মহলের আশা, এই সফরের ফলে পশ্চিমবঙ্গে (West Bengal) আরও বিদেশি বিনিয়োগ আসবে।
/anm-bengali/media/media_files/s7AAOK5UPw7BGYqc3TNz.jpg)
বিদেশ সফরে কেন্দ্রের বাধা, এবার মিলল অনুমোদন
এর আগে, ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরের অনুমতি দেয়নি কেন্দ্র । একই বছর নেপাল (Nepal) সফরের অনুমতিও দেওয়া হয়নি। ২০২৩ সালে দুবাই ও স্পেন সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তবে শেষমেশ অনুমতি মেলে। এবারে সেই ধারা বজায় রেখে লন্ডন সফরের অনুমোদন পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া ছাড়াও ব্রিটেনে শিল্প বৈঠকে অংশ নেবেন তিনি। রাজনৈতিক ও শিল্প মহলের একাংশের মতে, তাঁর এই সফর পশ্চিমবঙ্গের শিল্প-অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।