নিজস্ব সংবাদদাতা : ভুয়ো ভোটার নিয়ে যথেষ্ট সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। আর এই আবহেই ভুয়ো ভোটার প্রসঙ্গে, ফের একবার বিজেপিকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি বলেন, ''ভোটার তালিকায় জালিয়াতি নতুন কিছু নয়। এই কাজ বিজেপি মহারাষ্ট্র ও দিল্লিতেও করেছিল। কিন্তু সেখানে বিজেপি ধরা পড়েনি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেলেঙ্কারির পর্দাফাঁস করেছেন। বাইরে থেকে ভুয়ো ভোটার এনে, এখানের ভোটার তালিকায় নাম তুলে দেওয়া হচ্ছে।''
/anm-bengali/media/media_files/mScpM13tM0plEK8JDETS.webp)
এছাড়াও তিনি বলেন, ''নির্বাচন কমিশন এখনও এটার কোনও ব্যাখ্যা দিতে পারেনি যে, ভুয়ো ভোটার নিয়ে এত বড় জালিয়াতি কীভাবে হচ্ছে।"