আবাস যোজনা-কোনও যোগ্য ব্যক্তি যেন বঞ্চিত না হয়! কড়া নির্দেশ মমতার

কোনও যোগ্য ব্যক্তি যেন বঞ্চিত না হয় BDO-দের ফের সার্ভের নির্দেশ মমতার।

author-image
Aniruddha Chakraborty
New Update
Mamata

file pic

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার টাকা রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আবাস যোজনার কাজ শুরু হয়েছে জেলায়-জেলায়। আর সমীক্ষার কাজ শুরু হতেই দিকে-দিকে ক্ষোভের বিস্ফোরণ। কোথাও শাসক দলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, কোথাও আবার যাদের বাড়ির প্রয়োজন তাঁদের ছাদ না মেলার অভিযোগ। আর এই ধরনের একের পর এক অভিযোগ পেয়ে নড়চড়ে বসল নবান্ন। আবাসের তালিকা পুনর্মূল্যায়ন করতে বিডিও-দের নির্দেশ। কোনও যোগ্য ব্যক্তি যেন তালিকা থেকে বাদ না যায় কড়া ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার বাড়ির টাকা দেওয়া নিয়ে মুখ্যসচিব-পঞ্চায়েত দফতরের সকলকে নিয়ে নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। যেখান থেকে বলা হয়, কেন্দ্রের সমস্ত শর্ত মানা হলেও একটি শর্ত মানবে না রাজ্য। সেখানেই দেখা যাচ্ছে আবাসের বাড়ির লিস্টে নাম তোলা নিয়ে বেশ কিছু গোলমালের অভিযোগ প্রকাশ্যে আসছে।

নবান্ন সূত্রে খবর, যে তালিকা নবান্নে গিয়েছে সেখানে যে নামগুলি বাদ পড়েছে সেই বিষয়টি আরও একবার পুনর্মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলি পুরো বিডিও-কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আরও একবার তালিকাটি পুনর্মূল্যায়ন করেন তাঁরা। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, আবাসের বাড়ি বণ্টনের ক্ষেত্রে আরও মানবিক হতে হবে।