ছেলেবেলায় স্বপ্ন ছিল আর্মিতে যোগ দেব… আর কী বললেন মমতা?

সেবক রোডের এয়ারবেসের হেলিপ্যাডে মমতার হেলিকপ্টার অবতরণ করে জরুরি ভিত্তিতে। পরে জানা যায়, হেলিকপ্টারের জরুরি অবতরণের সময় মুখ্যমন্ত্রীর পায়ে চোট লেগেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
bb

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ জরুরি অবতরণের পর এয়ারবেসে অপেক্ষা করতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যতক্ষণ পর্যন্ত তাঁর বাগডোগরা যাওয়ার বন্দোবস্ত না হয়, ততক্ষণ এয়ারবেসেই বসেছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে প্রায় ১ ঘণ্টা সেখানে মুখ্যমন্ত্রী কী করেন, সেটা আগেই জানানো হয়েছে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের তরফ থেকে। পরে সেনাবাহিনীর তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সেনা অফিসারদের পাশে দাঁড়িয়ে তাঁদের ধন্যবাদ জানাচ্ছেন মমতা।

ভিডিওতে মমতাকে বলতে শোনা যায়, “সেনাবাহিনীকে আমার অভিনন্দন। সেনা অফিসার ও জওয়ানরা তাঁদের জীবন দেশের জন্য উৎসর্গ করেন। তাঁদের সম্মান জানাই। জরুরি অবতরণের পর তাঁরা আমার যথেষ্ট যত্ন নিয়েছেন।”

মুখ্যমন্ত্রী বলেন, 'ছেলেবেলায় আমার স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। সেই সুযোগ আমি পায়নি। আজ আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ হল। অন্তত আমার স্বপ্নটা সত্যি হল।' সেনা জওয়ানদের পরিবারের প্রতি সম্মান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।