নিয়োগ হচ্ছে না! রেগে গেলেন মুখ্যমন্ত্রী মমতা

নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। কেন নিয়োগ হচ্ছে না? মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata bjp.jpg

নিজস্ব সংবাদদাতা: বিভিন্ন দফতরে শূন্যপদ থাকা সত্ত্বেও কেন নিয়োগ করা হচ্ছে না এই নিয়ে এবার প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর ছাড়পত্র সত্ত্বেও কেন বেশ কিছু দফতরে এখনও নিয়োগ শুরু হয়নি বলে রেগে গিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী জানান যে অনেক দফতরেই শূন্যপদ থাকলেও নিয়োগে তিনি ছাড়পত্র দিয়ে দিলেও নিয়োগ করা হচ্ছে না। সরকারি আধিকারিকেরা কেন গড়িমসি করছেন সেটা জানতে চাইলেন তিনি। নিয়োগ দুর্নীতির মামলা (Recruitment Scam Case) নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে (Bengal Politics)। শিক্ষক, অশিক্ষক থেকে পুরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা চলছে। নাম জড়িয়েছে একের পর এক নেতা, বিধায়কের এবং শিক্ষা ব্যবস্থার একটা বড় অংশ এখন জেলে।

ad.jpg