'আমি নিজে আইনজীবী ছিলাম'! বিচার ব্যবস্থাকে একহাত নিলেন মমতা

২০১৬ সালে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দ্বাদশে নিয়োগ পাওয়া এসএসসি চাকরিপ্রাপকদের চাকরি বাতিল হওয়ার পর বারবার গর্জে উঠছেন মমতা।

author-image
Anusmita Bhattacharya
New Update
1651563152_mamata-eid

নিজস্ব সংবাদদাতা: চাকরি বাতিল নিয়ে মালদার সুজাপুরের সভায় তীব্র তোপ দাগলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কোর্টের বিরুদ্ধে অভিযোগ নেই। কিন্তু মানুষ সব শেষে যে বিচারের দরজায় যান আজ সেটাও যদি বিজেপি বন্ধ করে রেখে দেয় তাহলে কোথায় যাবেন মানুষ? আমি নিজে আইনজীবী ছিলাম এখনও বার কাউন্সিলের সদস্য। আজ যদি আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরি চলে যেত পারতেন সাত বছর কাজ করে বেতনের টাকা ১২ শতাংশ সুদ সহ ফেরত দিতে?'

Add 1