নিজস্ব সংবাদদাতা: ভারী বর্ষার মধ্যে উত্তরবঙ্গে বন্যা হওয়ার আশঙ্কা৷ আগে থাকতেই প্রশাসনকে সবরকমভাবে প্রস্তুতির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ নবান্নে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানেই উত্তরবঙ্গসহ গোটা রাজ্যের সামগ্রিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করেছেন তিনি৷
মুখ্যমন্ত্রী মমতা বলেন, "বাংলায় বর্ষা প্রচুর হয়। উত্তরবঙ্গ বন্যায় ভাসছে। কালিম্পং অবস্থা বেশি দেখছি। খুব বর্ষায় অ্যাডভেঞ্চার নয়। রাস্তার কাজ শুরু হয়েছে। বন্যার আশংকা আছে উত্তরবঙ্গে। দ্রুত মনিটরিং ইউনিট খোলা হবে"।