BREAKING: রাতেই বিমান বন্দরে বাংলার মুখ্যমন্ত্রী, কোথায় যাচ্ছেন?

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক্লম্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, দুদিনের বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার অর্থাৎ আজ সন্ধ্যায় দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরে নেমে সড়ক পথে বীরভূম যান তৃণমূল সুপ্রিমো। বিমান বন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ কমিশনার এবং রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ও তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা।

add 4.jpeg

সূত্রে খবর, অন্ডাল বিমানবন্দর থেকে সড়কপথে শান্তিনিকেতনে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার আমারকুটির রাঙাবিতান সরকারি রিসটে রাত্রিযাপন করবেন। বীরভূমে নতুন করে জেলা কমিটি গঠন করতে পারেন তিনি।

cityaddnew

সূত্রে খবর, রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের জেলার সদর শহর সিউড়িতে যাবেন। সেখানের চাঁদমারি মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মসূচিতে যোগ দেবেন। জানা গিয়েছে, দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পে যাঁরা জমি দিয়েছেন সেইসব জমিদাতাদের হাতে সরকারি নিয়োগপত্র তুলে দেবেন তিনি। পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এছাড়া বীরভূমে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, তারপর সিউড়ি থেকে আকাশপথে কলকাতা ফিরে আসার জন্য রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স

স