নিজস্ব সংবাদদাতা: নদিয়ার (Nadia) হরিণঘাটায় জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স। উল্টোদিকের লেনে ঢুকে লরির ধাক্কায় মৃত্যু হল৩ জনের। তাঁদের মধ্য ২ জন মহিলা। ঘটনায় আহত রোগী, অ্যাম্বুল্যান্স চালক, লরি চালক-সহচারজন।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১২টা নাগাদ হরিণঘাটার জাগুলিয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ঝাড়খণ্ডের পাকুড় থেকে রোগী নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। জাতীয় সড়কের কলকাতাগামী লেনে যানজটের কারণে উল্টোদিকের লেন ধরেছিলেন অ্যাম্বুল্যান্স চালক। রানাঘাটগামী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুল্যান্সের সওয়ারিদের। আহতরা কল্যাণীর JNM হাসপাতালে চিকিৎসাধীন।
/anm-bengali/media/media_files/2024/10/28/sz3MeO42l57G8OMXeZLX.jpg)