'আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি', কোর্ট থেকে বেরতেই বললেন সঞ্জয়

চার্জ গঠন হওয়ার পরই বিস্ফোরক মন্তব্য করে বসলেন মূল অভিযুক্ত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sanjaycbi-ezgif.com-resize

File Picture

নিজস্ব সংবাদদাতা: ‘আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। কি বলতে হবে সেটা শিখিয়ে দেওয়া হচ্ছে। সরকারই সব করাচ্ছে’, আদালত থেকে বেরতেই বিস্ফোরক মন্তব্য করলেন আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়। আর তাঁর এই মন্তব্যেই যেন পাল্টা চড়ল পারদ।

সোমবার অভিযুক্ত সঞ্জয় রায়কে পেশ করা হয় আদালতে। একই সঙ্গে সেখানে দেখানো হয় সিবিআই এর চার্জশিট। তাতে স্পষ্ট লেখা রয়েছে, এই নৃশংস ঘটনা সংগঠিত করেছে সঞ্জয় রায়। বিচারক রুদ্ধদ্বার কক্ষে তার বিরুদ্ধে চার্জশিট গঠন করবার নির্দেশ দেন। পেশায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে অভিযুক্ত হিসেবে সাব্যস্ত করে সিবিআই। 

সোমবারের শুনানিতে শিয়ালদহ আদালতে এও জানানো হয় আগামী ১১ নভেম্বর থেকে ছুটির দিন বাদ দিয়ে সব দিনই এই মামলার শুনানি চলবে। চার্জশিট পেশ করবার ২৮ দিন পর শুরু হল এই প্রক্রিয়া। 

Sanjay

প্রসঙ্গত চার্জ হচ্ছে আসামির বিরুদ্ধে লিখিত অভিযোগ যা আসামিকে গ্রেপ্তার করবার পূর্বে পড়ে শোনাতে হয় যাতে আসামি জানতে পারে কোন অপরাধের কারণে তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে লিখিত অভিযোগ গঠন করা হয়েছে এবং তার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হবে বা আদালতে তার পূর্বেই হাজির থাকলে বিচার করা হবে। যে অপরাধের জন্য চার্জ গঠন করা হয়েছে সেই অপরাধের সংজ্ঞা সেটা কোন স্থানে কখন ও কোন ব্যক্তির বিরুদ্ধে সংঘটিত হয়েছে তা চার্জে উল্লেখ করা হয়। অর্থাৎ অপরাধীর যাবতীয় বর্ণনা বিস্তারিতভাবে উল্লেখ রাখা হয়। অনেক সময় এমনও হতে পারে চার্জে অপরাধের বিস্তারিত ঘটনা বর্ণনা করার সময় কোন একটি তথ্য ভুল রয়েছে। এক্ষেত্রে আদালতের পরামর্শ মতন বদল করা যায় এই চার্জশিট।

m yjrh

আর এদিন চার্জ গঠন হওয়ার পরই বিস্ফোরক মন্তব্য করে বসলেন মূল অভিযুক্ত সঞ্জয় রায়।