নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজর থেকে কিছুতেই পার পাচ্ছেন না তৃণমূল নেত্রী এবং কৃষ্ণনগর থেকে লোকসভা ভোটের প্রার্থী মহুয়া মৈত্র। এবার আবার ইডির নজরে পড়েছেন তিনি। ইডি এবার তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপ আইনে মামলা রুজু করল। এর আগেও সিবিআইয়ের নজরে পড়েন তিনি।
তবে এবার নেত্রীর মা তাঁকে দিলেন এক বড় বার্তা। X হ্যান্ডেলে হোয়াটস অ্যাপ চ্যাটের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন মহুয়া। তাতে ইংরেজিতে মেয়েকে যে বার্তা দিয়েছেন নেত্রীর মা তার বাংলা করলে দাঁড়ায় তিনি মেয়েকে তাঁর নামে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরী করে রেখে দিতে বলছেন। এতে যদি কোনোভাবে তদন্তকারী সংস্থা তাঁকে তুলেও নিয়ে যায় তাহলে তাঁর মা মনোনয়ন পেশ করবেন তাঁর হয়ে। নিজের মায়ের সাহসিকতার প্রশংসা করেছেন মহুয়া।