নিজস্ব সংবাদদাতা: দিল্লি হাইকোর্টে মহুয়া মৈত্র মামলার শুনানিতে স্থগিতাদেশ চাইলেন খোদ সাংসদ। উল্টোদিকে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ তুললেন আরেক পক্ষ। গতকাল একটি বাণিজ্যিক সংস্থার তরফে প্রকাশ করা বিবৃতির উল্লেখ করা হয়েছে আদালতে। সেখানে মহুয়া মৈত্রর সাংসদ হিসেবে পাওয়া লগইন আইডি এবং পাসওয়ার্ড একটি ব্যবসায়িক সংস্থাকে শেয়ার করার অভিযোগও তোলা হয়েছে। উল্টোদিকে, মহুয়া মৈত্রর রাজনৈতিক পরিচয়, বিধায়ক ও সাংসদ হিসেবে তাঁর সক্রিয়তার কথা উল্লেখ করেছেন তাঁর আইনজীবী। মামলার পরবর্তী শুনানি হতে চলেছে ৩১ অক্টোবর।