নিজস্ব সংবাদদাতা: টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করে এথিকস কমিটি। তবে ওই বিতর্কের মধ্যেই প্রকাশ্যে এসেছিল মহুয়া মৈত্রের ব্যক্তিগত সম্পর্কের একটি তথ্য। তৃণমূল সাংসদ অভিযোগ তুলেছিলেন তাঁর বিরুদ্ধে এই অপপ্রচার করার পেছনে রয়েছেন তাঁর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদ্রাই। সুপ্রিম কোর্টের আইনজীবী সেই দেহদ্রাইকে এবার এক্স হ্যান্ডেলে ব্লক করে দিলেন মহুয়া। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সেই কথা জানি দিয়েছেন বন্ধু নিজেই। ব্লক করার স্ক্রিনশট পোস্ট করে দেহদ্রাই লিখেছেন যে কোনো ব্যাপার না। সত্যি সবসময় হজম করা কঠিন।