নিজস্ব সংবাদদাতা: ২০২১ সালের বিধানসভা ভোটের আগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার মন জিতেছে বাংলার মহিলাদের। এই আবহে লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। ৫০০ টাকার বদলে একলাফে ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে। এরই মাঝে এবার ভোট প্রচারে নেমে কংগ্রেস প্রার্থী দাবি করলেন, কেন্দ্রে যদি তাঁদের সরকার আসে, তাহলে মাসে মাসে ১ হাজার টাকা নয়, বরং ১০ হাজার টাকা করে পাবে মহিলারা। লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় আনা হবে মহালক্ষ্মী ভাণ্ডার।
বীরভূমের সাঁইথিয়ায় ভোট প্রচারে বেরিয়ে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ দাবি করেন, যদি লোকসভা নির্বাচনে জিতে কংগ্রেস কেন্দ্রে সরকার গঠন করে, তাহলে বাংলার মহিলাদের মাসে মাসে ১০ হাজার টাকা করে দেওয়ার জন্যে মহালক্ষ্মীর ভাণ্ডার চালু করা হবে। আপনারা সবাই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন। আপনারা যাতে এই লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ১০ হাজার টাকা করে পান, তার জন্য ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আমাদের রাজ্যের মা-বোনেদের মাসে মাসে ১ হাজার টাকা নয়, বরং ১০ হাজার টাকা করে দিতে হবে।'