নিজস্ব সংবাদদাতা: পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীর। দেবাশীষ মাঝি নামে কাঁটাডি হাই স্কুলের এই ছাত্র পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। প্রথম দিন পরীক্ষা দিতে গেলেও দ্বিতীয় দিন বিদ্যালয়ের ২৪ নম্বর রুমের নির্দিষ্ট আসনে তাকে পাওয়া যায়নি। অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া গেছে শুধু। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।