২ মে মাধ্যমিকের রেজাল্ট! কটা থেকে কোন ওয়েবসাইটে দেখতে পাবেন?

এই বছরের মাধ্যমিক পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

author-image
Anusmita Bhattacharya
New Update
boardexam

নিজস্ব সংবাদদাতা: অবশেষে জানা গেল মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ৷ জানা গেছে যে আগামী ২ মে প্রকাশ করা হবে মাধ্যমিকের রেজাল্ট৷ সকাল ৯টায় সামনে আনা হবে রেজাল্ট৷ সকাল ৯.৪৫ থেকে ফল জানতে পারবেন ওয়েবসাইটে৷ জানিয়েছে বোর্ড৷ প্রতিবারের মতো এবারও প্রথম দশ পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হবে পর্ষদের তরফে।

examhs

২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি থেকে। 

exam11

Add 1