নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন পাঠক্রম বহির্ভূত এবং ভুল ছিল বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের অবসান ঘটিয়ে মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্ট জানিয়ে দিল অংকের কোনও প্রশ্নই পাঠ্যক্রম বহির্ভূত নয় এমনকি কোনও প্রশ্ন ভুল নেই। প্রসঙ্গত, গত শনিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল।