নিজস্ব সংবাদদাতা: পরপর টানা তিনটি বিষয়ে পরীক্ষাতেই বিতর্ক কিছু ছাড়ছে না মাধ্যমিক পরীক্ষা থেকে। আর এবারও আলোচনায় উঠে এল মালদা। ইতিহাস পরীক্ষার দিন মালদার তিনজন মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে বলে জানা গেছে। আজ ভূগোল পরীক্ষা তারা দিতে পারবে না। পর্ষদ দাবি করছে যে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকার অভিযোগ ওঠে ওই দিন পড়ুয়ার বিরুদ্ধে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আজ ফের কড়া পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ।