নিজস্ব সংবাদদাতা: চলতি বছর ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ শুরু হয় মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হয় ৪ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার পর ১৯ মে প্রকাশ করা হয় ফলাফল। পরীক্ষার ৭৬ দিনের মাথায় ফলাফল প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। ফলাফল প্রকাশের পর দেখা যায় মেধাতালিকায় রয়েছে ১১৮ জন পরীক্ষার্থী। তবে এবার এই মেধা তালিকায় এল বদল। বদল আনা হয় মূলত রিভিউর পর। ফলাফল প্রকাশের পর প্রথম দশে যে ১১৮ জন জায়গা করে নিয়েছিল তাদের সঙ্গে যুক্ত হল আরও ৪ জনের নাম। ফলে মেধাতালিকায় থাকা পরীক্ষার্থীদের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২২। এছাড়া মেধাতালিকায় তৃতীয় স্থানে থাকা মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্র মেহেদী হাসান তৃতীয় স্থান থেকে এক ধাপ উঠে দ্বিতীয় স্থানে এসেছে।