নিজস্ব সংবাদদাতা: আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সুচির বদলে যেতে পারে। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে তার আনুষ্ঠানিক ঘোষণা করে দেন। সেই অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার। কিন্ত আগামী বছর ১৪ ফেব্রুয়ারি রয়েছে শবেবরাত এবং পঞ্চানন বর্মার জন্মদিন। ঐ দিন ছুটি থাকে রাজ্যে। তার ফলে কীভাবে ঐ দিন মাধ্যমিক পরীক্ষা শুরু করা সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠে গেল। যদিও পর্ষদের দাবি এটাকে আনুষ্ঠানিক সূচি হিসেবে ধারা যাবে না।
১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা বছরের মাধ্যমিক পরীক্ষা।