ভোগান্তি চরমে উঠেছে যাত্রীদের

শনি-রবিবার এলেই যেন চিন্তা বাড়তে থাকে রেল যাত্রীদের। কখনও রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, কখনও ওভারহেডের তারের দেখভাল, আবার কখনও সিগন্যালিংয়ের কাজের জন্য বিগত কয়েক মাসে সপ্তাহান্তে দফায় দফায় গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন বাতিল থেকে হাওড়া, শিয়ালদহ শাখায়। ভোগান্তি চরমে উঠেছে যাত্রীদের।

বিবৃতি দিয়ে সে কথা জানানো হয়েছে রেলের তরফে

এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বড় ঘোষণা করল রেল। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পূর্ব রেলের তরফে ২১ টি ট্রেনের অতিরিক্ত স্টপেজ দেওয়ার ঘোষণা করা হল। এদিনই বিবৃতি দিয়ে সে কথা জানানো হয়েছে রেলের তরফে।

কি কি ট্রেন কবে পাবেন?

পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মাঝের আট দিন শিয়ালদহ – রানাঘাট – কৃষ্ণনগর সেকশনে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা ও জালালখালি হল্ট স্টেশন এবং বারাসত – বনগাঁ সেকশনে সানহাটি ও বিভূতি ভূষণ হল্ট স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেওয়ার কথা জানিয়েছে। সকাল ৮টা থেকে বেলা ৯টা ৪৫ পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।