নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিনেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত হয়ে রইল শিক্ষা মহল। রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ইস্তফার দাবিও উঠেছে। মাধ্যমিকের দ্বিতীয় দিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে পথে নামতে চলেছে কংগ্রেসের যুব সংগঠন। বিবৃতি দিয়ে তাদের প্রতিবাদের কথা জানিয়েছে হাত শিবির। রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে তারা।