বউ-বাচ্চাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি! বিস্ফোরক মদন মিত্র

দালাল চক্র নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটীর বিধায়ক এবং তৃণমূলের দাপুটে নেতা মদন মিত্র। এসএসকেএম থেকে ৪ দালালকে গ্রেফতার করার পরেই এই বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি।

author-image
Anusmita Bhattacharya
New Update
ম্নবভ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দালাল চক্র সক্রিয়। এসএসকেএম হাসপাতাল থেকে ৪ জনকে গ্রেফতার করল গুন্ডা দমন শাখা। টাকা নিয়ে এসএসকেএমে ভর্তির চক্র চালাত গ্রেফতার হওয়া ব্যক্তিরা, দাবি পুলিশের। হাসপাতালের কর্মী আবাসন থেকেই চলছিল দালাল চক্র। গ্রেফতার হওয়া ৪ জন ভবানীপুরের বাসিন্দা। এর আগে এনআরএস থেকে গ্রেফতার করা হয়েছে ২ দালালকে। দালালচক্র নিয়ে ফের বিস্ফোরক কামারহাটির বিধায়ক মদন মিত্র। বলেন, 'কামারহাটিতে দালালরাজের বিরুদ্ধে যারা মিছিল করেছিল তাদের বাড়ি ভেঙে দিয়েছে। বউ-বাচ্চাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। কলকাতায় গ্রেফতার হল আর কামারহাটিতে ধরতে পারছে না? পুলিশ ধরতে পারে না এটা হয়? কলকাতা পুলিশ এসএসকেএম, এনআরএসে ধরেছে, তার মানে এতদিন ছিল। হাসপাতালের দালালদের প্রতিদিনের আয় ৫০ হাজার টাকা'।