নিজস্ব সংবাদদাতা: দলের উপর তৃণমূল বিধায়ক (TMC MLA) তাপস সাহার (Tapas Saha) অভিমান নিয়ে মন্তব্য করতে গিয়ে নিজের পুরনো গ্রেফতারি (Arrest) নিয়ে মুখ খুললেন কামারহাটির বিধায়ক (Kamarhati MLA) মদন মিত্র (Madan Mitra)। দলের বিধায়কদের অল্পতে বেশি উত্তেজিত না হওয়ার পরামর্শ দিয়ে মদন মিত্র নিজের উদাহরণ টেনে বললেন যে তিনি ২৩ মাস হেফাজতে (Custody) ছিলেন। তার বাড়িতে তল্লাশি (Raid) হয়নি, ব্যাঙ্ক তল্লাশি হয়নি, পরিবারের কাউকে ডাকেনি, টাকা-গাড়ি বাজেয়াপ্ত করা হয়নি। এর মাধ্যমে কাকে খোঁচা দিতে চাইলেন মদন মিত্র? শুরু জল্পনা।