নিজস্ব সংবাদদাতা: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক বোমা বিস্ফোরণ এবং বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। মৃত্যুও হয়েছে একাধিক। এবার এই নিয়েই বেফাঁস বিধায়ক মদন মিত্র। বুঝিয়ে দিলেন যে পঞ্চায়েত নির্বাচনের আগে এসব তো হতেই পারে।
মদন বলেন, “২৯৪ সিট। এক লক্ষের উপর পঞ্চায়েত। তাতে দু’চারটে পটকা বাজি ফাটবে না আর কালীপুজো হবে এমনটা হয় নাকি?” এই হেভিওয়েট নেতার মন্তব্যকে ঘিরে এবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী দলগুলি।
দু’-চারটে পটকা বাজি ফাটবে না? রাজ্যজুড়ে বিস্ফোরণে বোমা ফাটালেন মদন
বাংলা তৈরি হচ্ছে পঞ্চায়েত ভোটের জন্য। অন্যদিকে আবার বাংলার রাজনীতি থেকে শুরু করে বাংলার কোণায় কোণায় বারুদের গন্ধ। দিন নেই, রাত নেই জায়গায় জায়গায় শুধু বোমা উদ্ধারের এবং বিস্ফোরণের খবর।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক বোমা বিস্ফোরণ এবং বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। মৃত্যুও হয়েছে একাধিক। এবার এই নিয়েই বেফাঁস বিধায়ক মদন মিত্র। বুঝিয়ে দিলেন যে পঞ্চায়েত নির্বাচনের আগে এসব তো হতেই পারে।
মদন বলেন, “২৯৪ সিট। এক লক্ষের উপর পঞ্চায়েত। তাতে দু’চারটে পটকা বাজি ফাটবে না আর কালীপুজো হবে এমনটা হয় নাকি?” এই হেভিওয়েট নেতার মন্তব্যকে ঘিরে এবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী দলগুলি।